মিকাতের বর্ননা
মিকাত কাকে বলে?
হজ্জের ইচ্ছেকারী ব্যক্তি যে সকল স্থান ইহরাম ছাড়া অতিক্রম করতে পারে না তাকে মিকাত বলে। (দেখুনঃ হেদায়া)
মিকাত মোট কয়টি?
মিকাত মোট পাঁচটি। (দেখুনঃ হেদায়া)
সেই মিকাতগুলো কি কি?
এক. যুল হুলায়ফা। দুই. যাতু ইরক। তিন. যুহফা । চার. কারন । পাঁচ. ইয়ালামলাম। (দেখুনঃ হেদায়া)
কোন স্থানটি কাদের জন্য মিকাতের স্থান?
মদীনাবাসীদের জন্য হল, যুল হুলায়ফা। ইরাকবাসীদের জন্য হলো, যাতু ইরক। সিরিয়াবাসীদের জন্য হলো জুহফা। নাজদবাসীদের জন্য হলো, কারণ। ইয়ামানবাসীদের জন্য হলো ইয়ালামলাম। (দেখুনঃ হেদায়া)
বাংলাদেশীদের মিকাত কোনটি?
বাংলাদেশ, ভারত, ও পকিস্তান প্রভৃতি পূর্বাঞ্চলীয় লোকদের জন্য মিকাতের জন্য বির্ধারিত স্থানটি হল ইয়ালামলাম (মক্কা থেকে দক্ষিণপূর্বে অবস্থিত একটি পহাড়ের নাম)। তাই তারা এ স্থানটি অতিক্রম করার পূর্বেই ইহরাম বেঁধে নিবে। (দেখুনঃ আহকামে জিন্দেগী)
No comments: