Breaking News
recent

কাফন


পুরুষের কাফনের কাপড় কয়টা হওয়া সুন্নাত?
পুরুষের কাফনের কাপড় তিনটা হওয়া সুন্নাত। ১/ ইজারঃ এটা মাথা থেকে পা পর্যন্ত লম্বা হবে। ২/ লেফাফা/চাদরঃ এটা ইজার থেকে ৪ গিরা(৯ইঞ্চি) লম্বা হবে। ৩/ কুর্তা/জামাঃ (হাতা ও কল্লী বিহীন) এটা গর্দান থেকে পা পর্যন্ত লম্বা হবে।

মহিলাদের কাফন পরিধান করানোর নিয়ম কি?
প্রথমে লেফাফা বিছাবে, তারপর ইজার, তারপর সীনাবন্দ, তারপর জামার নীচের অর্ধাংশ। তারপর মাইয়েতকে কাফনের উপর চিৎ করে শোয়াবে। অতঃপর পূর্ব বণিত নিয়মানুযায়ী প্রথমে জামা পরিধান করাবে, অতঃপর মাইয়েতের শরীর থেকে গোসলের কাপড় বের করে নিবে এবং নাক, কান ও মুখ থেকে তুলা বের করে নিবে। অতঃপর সারবন্দ বা উড়না মাথা এবং চুলের উপর রেখে দিবে (বাঁধবে না বা পেঁচাবে না)। অতঃপর সীনাবন্দ বগলের নীচে দিয়ে প্রথমে বাম দিকে অতঃপর ডান দিকে জড়াবে। অতঃপর ইজারের বাম দিক তারপর ডান দিক এমনভাবে উঠাবে যেন সারবন্দ তার ভিতর এসে যায়। তারপর লেফাফা অনুরূপ ভাবে প্রথমে বাম পাশে তারপর ডান পাশে উঠাবে এবং সর্বশেষে পূর্বোক্ত নিয়মে তিন স্থানে বেঁধে দিবে। উল্লেখ্য, সীনাবন্দ ইজার ও লেফাফার মধ্যে বা সব কাপড়ের উপর বাইরেও বাঁধা যায়। (দেখুনঃ রদ্দুল মুহতার)

কাফনের কাপড় কেমন দামের হওয়া উচিত?
মাইয়েত জীবনে সাধারনতঃ যে মানের কাপড় পরিধান করত, তার কাফনও উক্ত মানের হওয়া উচিত। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

No comments:

Powered by Blogger.