Breaking News
recent

মুরদার গোসল


মৃত ব্যক্তিকে গোসল কে দিবে?
মৃত ব্যক্তিকে গোসল যে কোন ব্যক্তি দিতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে পুরুষের গোসল পুরুষ দিবে আর মহিলাদের গোসল মহিলাগণ দিবে। আর মৃত ব্যক্তির নিকটাত্মীয় তার গোসল দেয়া উত্তম। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

মৃত ব্যক্তিকে গোসল দেয়ার সময় কিভাবে রাখবে?
মৃত ব্যক্তিকে গোসল দেয়ার সময় মুস্তাহাব হল, মাথা উত্তর দিকে করে শুইয়ে দিতে হবে। যাতে তার চেহারা কিবলামুখী হয়ে থাকে। তবে যদি কোন অসুবিধা থাকে, তাহলে অন্য কোনভাবে মৃত ব্যক্তিকে শুইয়ে দিলেও চলবে। (দেখুনঃ ফাতহুল কাদীর)

মৃত ব্যক্তিকে কেমন পানি দ্বারা গোসল দেয়া মুস্তাহাব?
বরই পাতার দ্বারা গরমকৃত পানি দিয়ে মৃত ব্যক্তিকে গোসল করানো মুস্তাহাব। তবে বরই পাতা পাওয়া না গেলে সাধারণ গরম পানি দ্বারা গোসল দিবে। (দেখুনঃ বাদায়েউস সানা

কেউ গোসল ফরজ অবস্থায় মারা গেলে তার গোসলের পদ্ধতি কি?
নাপাক অবস্থায় অর্থাৎ গোসল ফরজ অবস্থায় কেউ মারা গেলে তাকে এশবার গোসল দেয়াই যথেষ্ট, তবে এ সময় গোসল দেয়ার সময় তাকে অবশ্যই কুলী করাতে হবে এবং নাকে পানি দিতে হবে। এবং পরে তুলা বা কোন কাপড় দিয়ে তা মুছে নিতে হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

মৃত ব্যক্তিকে গোসল দেয়ার পর গোসল দাতা নিজের গোসল করা জরুরী কি না?
মৃত ব্যক্তিকে গোসল দেয়ার পর গোসল দাতা নিজের গোসল করা মুস্তাহাব, জরুরী নয়। (দেখুনঃ রদ্দুল মুহতার)

No comments:

Powered by Blogger.