চোরের জন্য দো'আ
চোরের জন্য দো'আ
হযরত রবী ইবনে খুসাইম (রহ.) প্রখ্যাত মুহাদ্দিস ও আল্লাহওয়ালা ছিলেন। ইবাদত ও দুনিয়া ত্যাগে তাঁর তুলনা তিনিই ছিলেন। একবার তাঁর ঘোড়া চুরি হয়ে গেল। সকলে বলল-হুজুর! চোরকে বদ দু’আ করে দিন। তিনি বললেন , না । আমি তাঁর জন্য এই দু’আ করি যদি সে সম্পদশালী হয়, তবে আল্লাহ তা’আলা যেন তাঁর কুঅভ্যাস দূর করে দিন। তাকে ইসলাহ ও সংশোধন করে দিন। আর যদি গরীব ও দরিদ্র পীড়িত হয়, তবে আল্লাহ তা’আলা তাকে সচ্ছলতা দান করুন।-হিলয়াতুল আউলিয়া ২/১১১
No comments: