চন্দ্রমাস সম্পর্কিত দূর্লভ তথ্য
চন্দ্রমাস সম্পর্কিত দূর্লভ তথ্য
আল্লামা মাগরেবী (রহ.) লেখেন যে, আরবী ক্যালেন্ডারে লাগাতার চার মাস ত্রিশা হতে পারে এর বেশি নয়; আর উনত্রিশা চাঁদ একাধারে তিনমাস হতে পারে , এর বেশি নয়।-আল ইয়াওয়াকীতুল আসরিয়া-১৪৯
হযরত জাফর সাদিক (রহ.) থেকে বর্ণিত–তিনি বলতেন যে, যে কোন রমজানের পঞ্চম তারিখ অবশ্যই পরের রমযানের প্রথম তারিখ হবে। আল্লামা মাগরেবী (রহ.) বলেন, আমি পঞ্চাশ বছর ধরে লক্ষ্য করে এসেছি, কিন্তু উক্ত তথ্যের ব্যতিক্রম কখনো হয়নি। আলাইয়াওয়াকীত পৃঃ ১৪২
তবে এখানে স্মর্তব্য যে, এ সকল হিসাব-নিকাশ নিছক তথ্যই। এর চেয়ে বেশি কিছু নয়। শরী’আতের সকল হুকুম-আহকাম নির্ভর করবে চাঁদ দেখার উপর।
No comments: