আলিমের আত্মসম্মান
আলিমের আত্মসম্মান
হযরত ঈসা ইবনে ইউনুস (রহ.) ছিলেন প্রখ্যাত মুহাদ্দিস। সিহাহ সিত্তায় তাঁর বর্ণিত বহু হাদীস রয়েছে। ইমাম মালেক ও আওযাঈ (রহ.) এর মত ব্যক্তিবর্গ হতে তিনি ইলম আহগরণ করেন। ইশহাক ইবনে রাহুয়ার মত জগদিখ্যাত মুহাদ্দিস ও কালজয়ী ফকীহ ছিলেন তারই ছাত্র। মজার ব্যাপার হল তাঁর পিতা ইউনুস (রহ.)ও ছিলেন ঘটনাক্রমে তাঁর ছাত্র। মোল্লা আলী কারী (রহ.) তাঁর সম্পর্কে একটি দূর্লভ ঘটনা বর্ণনা করেন।
খলীফা হারুনুর রশীদ একবার হজ্বের উদ্দেশ্যে মক্কায় গমনের প্রাক্কালে প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ (রহ.) কে দেশের শীর্ষস্থানীয় সকল মুহাদ্দিসদের একত্রিত করার নির্দেশ দিলেন। নির্দেশ মোতাবেক কাজী আবু ইউনুস (রহ.) মুহাদ্দিসদেরলে খলীফার পক্ষ হতে নিমন্ত্রণ জানালে সকলেই দরবারে উপস্থিত হল। তবে আব্দুল্লাহ ইবনে ইদ্রীস ও ঈসা ইবনে ইউনুস (রহ.) উপস্থিত হননি।
খলীফা ব্যাপারটি জানতে পেরে নিজের স্নেহাস্পদ পুত্র আমীন ও মামুনকে হযরত ঈসা ইবনে ইউনুসের নিকট হাদীস পড়ার জন্য পাঠালেন । তারা ঈসা ইবনে ইউনুসের নিকট আসলে তিনি তাদেরকে সন্তুষ্ট চিত্তে দরস দিতে লাগ্লেন। পথিমধ্যে খলীফা একদিন তাঁর নিকট দশ জাহার দেরহাম পাঠালেন । কিন্তু তিনি তা গ্রহণ করতে অপারগতা জানালেন।
খলীফা ভাবলেন, ঈসা ইবনে ইউনুস হয়ত বা দশ হাজার দেরহম কম বলে গ্রহণ করেন নি। এজন্য পুনরায় পূর্বের দিগুণ অর্থ্যাৎ বিশ হাজার দেরহম পাঠিয়ে দিলেন। উক্ত দেরহাম গুলো হযরত ঈসার নিকট পৌঁছলে তিনি বললেনঃ “হাদীসের বিনিময়ে যদ কেউ আমাকে এই মসজিদের ছাদ সমান সোনাও দান করে, তবে আমি তা গ্রহণ করবনা।” খলিফা তাঁর এহেন ব্যক্তিত্ব, আত্মসম্মান বোধ ও নিষ্ঠা দেখ হাদিয়া গ্রহণে জোর জবর দস্তি করলেন না।
ঈসা ইবনে ইউনুসের একটি চিরাচরিত অভ্যাস ছিল যে, তিনি একবছর হজ্ব করতেন; পরের বছর জেহাদ করতেন। এভাবে তিনি জীবনে পয়তাল্লিশ বার হজ্ব করেন এবং পয়ঁয়তাল্লিশটি জিহাদে অংশ গ্রহণ করেন।-জমউল ওসায়েল পৃঃ-২৪।
No comments: