সুস্থতার কৃতজ্ঞতা
সুস্থতার কৃতজ্ঞতা
আবু হামজা ইবনে মায়মুন সুকরী (রহ.) (মৃত ১৬৮ হিঃ) একজন বিখ্যাত হাদীস বিশারদ ছিলেন। সুকরীর শাব্দিক অর্থ হল নেশাকারী। মূলতঃ যারা মাদকদ্রব্য বিক্রি করে, তাদেরকে সুকরী বলা হয়। আবু হামযার বক্তব্যশৈলী ও উপস্থাপনের ধরণ ছিল অত্যন্ত চিত্তাকর্ষক এ বং মনোমুগ্ধকর। কথা ছিল নেশার মত প্রভাব। বিধায় তাকে সুকরী উপাধিএত ভূষিত করা হয়েছে। আবু হামযার অভ্যাস ছিল, কোন প্রতিবেশি অসুস্থ হলে, তিনি অসুস্থ ব্যক্তির পেছনে ব্যয় হওয়ার সমপরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় সদকা করে দিতেন। তিনি বলতেন-আল্লাহ তা’আলা আমাকে সুস্থতার নেয়ামত নেয়ামত দান করে অনুগ্রহন করেছেন তাঁর শুকরিয়া স্বরূপ অন্ততঃ এ পরিমাণ অর্থ সদকা করা উচিৎ। হযরত আবু হামযার (রহ.) প্রতি তাঁর প্রতিবেশীরা অত্যন্ত সন্তুষ্ট ও আস্থাশীল ছিলেন। একবার জনৈক প্রতিবেশী তাঁর বাড়ি বিক্রি করা ইচ্ছা করলেন। গ্রাহক মূল্য জিজ্ঞাসা করলেন-সে বলল, মূল বাড়ির মূল্য দুই হাজার টাকা আর দুই হাজার টাকা হল আবু হামযার পড়শী হওয়ার মূল্য। আবু হামুযা (রহ.) এ সংবাদ পেয়ে প্রতিবেশি লোকটিকে চারহাজার টাকা দিয়ে বললেন- বাড়ি বিক্রয় প্রয়োজন নেই এ গুলো নিয়ে কাজ সার। -তারীখে বাগদাদ ৩/২৬৮
No comments: