Breaking News
recent

রাব্বানা ওয়াসি'তা কুল্লা শা'ইর রাহমাতান



রাব্বানা ওয়াসি'তা কুল্লা শা'ইর রাহমাতান

সূরা ঘাফির, আয়াতঃ ৭

آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ
উচ্চারণ
রাব্বানা ওয়াসি'তা কুল্লা শা'ইর রাহমাতান ওয়া ইলমান ফাঘফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবা'উ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল-যাহিম
অর্থ
হে মহান রাব্বুল আলামিন! নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, এবং ভালো কাজের জন্যে সমাদরকারি ও প্রতিদানকারী।
ফযিলত
১। জান্নাতবাসীগন জান্নাতে গমন করার সময় এই দোয়া পড়বেন। (মারিফুল কুরআন)
২। ইবনে উমার (রাঃ) বর্ণিত- নবী (সাঃ) বলেছেন, কালিমা পাঠকারীদের মৃত্যুর সময় কোন ভয় থাকবেনা। কবরের কঠিন আজাবের অভিজ্ঞতাও তাঁদের হবেনা, এবং শেষ বিচারের দিনেও না। আমি দেখছি, শেষ বিচারের দিন কবর থেকে উত্তলনের সময় তাঁদের মাথার ধুলো আচ্ছাদন করা থাকবে এবং তাঁরা এই দোয়াটি করতে থাকবে। (ইবনে কাথির)

No comments:

Powered by Blogger.