রাব্বানা লা ঘাফরুন শাকুর
রাব্বানা লা ঘাফরুন শাকুর
সূরা ফাতির, আয়াতঃ ৩৪
رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ
উচ্চারণ
রাব্বানা লা ঘাফরুন শাকুর
অর্থ
হে আল্লাহ্! আমাদের স্ত্রী এবং সন্তান-সন্ততিদের আমাদের চোখের জন্যে শীতলতা দান করো। এবং আমাদেরকে মুত্তাকীদের কাছে আদর্শ সরূপ করে তোল।
ফযিলত
১। চোখের শীতলতা বলতে হাসান বসরি (রাঃ) উল্ল্যেখ করেছেন, নিজের পরিবার পরিজনদের আল্লাহ্র অনুগত হতে দেখাই হচ্ছে চোখের আসল শীতলতা। পরিবারের সুখ, শান্তি ও কল্যানও এর মধ্যে অন্তর্ভুক্ত। (মারিফুল কুরআন)
২। আল্লাহ্র বাছাই করা বান্দা তারাই, যারা নিজে ভালো কাজ করে এবং স্ত্রী-সন্তানদের ভাল কাজে এবং আল্লাহ্ অনুরাগী হতে উৎসাহ প্রদান করেন। তাঁরা এজন্যে সবসময়ই কাজ করে যাবেন এবং এর অংশ হিসেবে এই দোয়াটি করবেন। (ইবিদ)
৩। নিজের পরিবার এবং সন্তান-সন্ততিদের আল্লাহ্র অনুগত হতে দেখার চেয়ে আর ভালো কিছুই নেই। (তাফসীর মাযহারি)
No comments: