Breaking News
recent

রাব্বানা ওয়া আযখিলহুম জান্নাতি



রাব্বানা ওয়া আযখিলহুম জান্নাতি

সূরা ঘাফির, আয়াতঃ ৮-৯

رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدتَّهُم وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ وَقِهِمُ السَّيِّئَاتِ وَمَن تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
উচ্চারণ
রাব্বানা ওয়া আযখিলহুম জান্নাতি আদনিনিল-লাতি ওয়াআত্তাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুর-ইয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল-হাকিম ওয়াকিহিমুস সাই'আত ওয়া মান তাকিস-ছাইআতি ইয়াওমাইযিন ফাকাদ রাহিমাতাহু ওয়া যালিকা হুওয়াল ফাওযুল আযীম
অর্থ
হে আল্লাহ্‌! আপনি জ্ঞানী এবং দয়ালু। যারা অনুশচনা করে এবং আপনার পথে চলে, তাদের ক্ষমা করে দিন। এবং তাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
ফযিলত
১। যে সকল ফেরেশতাগন আল্লাহ্‌ তাআলার সিংহাসন বহন করবেন তাঁরা মুমিনদের জন্যে এই দোয়া করবেন। 
২। মুতিফ বিন আব্দুল্লাহ বলেন ঈমানদারদের মধ্যে আল্লাহ্‌র শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে ফেরেসতা আর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শয়তান। (তাফসীর মাযহারি)

No comments:

Powered by Blogger.