হাদিস নং ৩৯২৯ জামে' আত-তিরমিজি
![]() |
| হাদিস নং ৩৯২৯ জামে' আত-তিরমিজি online24.bd |
মুহাম্মাদ ইবনু আবু রাযীন (রহঃ) হতে তার মা
তিনি বলেন ঃ উন্মুল হারীরের অবস্থা এই ছিল যে, আরবের কোন লোক ইন্তিকাল করলে তিনি তাতে গভীরভাবে শোকাভিভূত হতেন। তাকে বলা হল, আমরা লক্ষ্য করেছি যে, আরবের কোন লোক ইন্তিকাল করলে আপনি তাতে গভীরভাবে শোকাভিভূত হন। তিনি বললেন, আমি আমার মনিবকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আরবের লোকদের মৃত্যু হচ্ছে কিয়ামাত কাছাকাছি হওয়ার লক্ষণ।
যঈফ, যঈফা (৪৫১৫)
জামে' আত-তিরমিজি
হাদিস নং ৩৯২৯
হাদিসের মান: দুর্বল হাদিস
Website: Bokulsrabon.blogspot.com

No comments: