হাদিস নং ৩৯৩০ জামে' আত-তিরমিজি
![]() |
| হাদিস নং ৩৯৩০ জামে' আত-তিরমিজি online24.bd |
জাবির ইবনু ‘আবদিল্লাহ (রাঃ)
তিনি উম্মু শারীক (রাঃ)–কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ লোকেরা দাজ্জালের ভয়ে পলায়ন করবে, অবশেষে তারা পাহাড়-পর্বতে গিয়ে আশ্রয় নিবে। উম্মু শারীক প্রশ্ন করলেন, হে আল্লাহ্র রাসুল! সে সময় আরবরা কোথায় থাকবে? তিনি বলেন, সে সময় তারা সংখ্যায় অতি নগণ্য হবে।
সহীহঃ সহিহাহ্ (৩০৭৯), মুসলিম।
জামে' আত-তিরমিজি
হাদিস নং ৩৯৩০
হাদিসের মান: সহিহ হাদিস
Website: Bokulsrabon.blogspot.com

No comments: