Sunday, May 18 2025

লুকোচুরি -রবীন্দ্রনাথ ঠাকুর

লুকোচুরি -রবীন্দ্রনাথ ঠাকুর
Ma er kobita
Ma er kobita

লুকোচুরি

রবীন্দ্রনাথ ঠাকুর

আমি যদি দুষ্টুমি করে
চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,
ভোরের বেলা, মা গো, ডালের ’পরে
কচি পাতায় করি লুটোপুটি-
তবে তুমি আমার কাছে হারো-
তখন কি, মা, চিনতে আমায় পারো?
তুমি ডাকো ‘ খোকা কোথায় ওরে’,
আমি শুধু হাসি চুপটি করে।।

No comments:

Powered by Blogger.