খোকার গপ্প বলা –কাজী নজরুল ইসলাম
খোকার গপ্প বলা –কাজী নজরুল ইসলাম
![]() |
Ma er kobita. Online24.bd |
খোকার গপ্প বলা
–কাজী নজরুল ইসলাম
মা ডেকে কন, ‘ খোকন-মণি! গপ্প তুমি
জান?
কও তো দেখি বাপ!’
কাঁথার বাহির হয়ে তখন জোর দিয়ে
এক লাফ
বললে খোকন, গপ্প জানি, জানি আমি
গানও!’
ব’লেই ক্ষুদে তানসেন সে তান জুড়ে
জোর দিল-
‘একদা এক হাড়ের গলায় বাঘ
ফুটিয়াছিল!’
মা সে হেসে তখন
বলেন, ‘উহুঁ গান না, তুমি গপ্প বল খোকন!’.
Website:Bokulsrabon.blogspot.com
No comments: