Wednesday, April 30 2025
Breaking News
recent

খোকার গপ্প বলা –কাজী নজরুল ইসলাম

খোকার গপ্প বলা –কাজী নজরুল ইসলাম
মা online24.bd
Ma er kobita. Online24.bd

খোকার গপ্প বলা

–কাজী নজরুল ইসলাম

মা ডেকে কন, ‘ খোকন-মণি! গপ্প তুমি
জান?
কও তো দেখি বাপ!’
কাঁথার বাহির হয়ে তখন জোর দিয়ে
এক লাফ
বললে খোকন, গপ্প জানি, জানি আমি
গানও!’
ব’লেই ক্ষুদে তানসেন সে তান জুড়ে
জোর দিল-
‘একদা এক হাড়ের গলায় বাঘ
ফুটিয়াছিল!’
মা সে হেসে তখন
বলেন, ‘উহুঁ গান না, তুমি গপ্প বল খোকন!’.

No comments:

Powered by Blogger.