হাদিস নং ৩৯৪১ জামে' আত-তিরমি
![]() |
| হাদিস নং ৩৯৪১ জামে' আত-তিরমিজি online24.bd |
ইবনু 'উমার (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আসলাম গোত্রকে আল্লাহ হিফাযাতে রাখুন। গিফার গোত্রকে আল্লাহ তা’আলা মাফ করুন। আর উসাইয়্যাহ্ গোত্র আল্লাহ্ ও তাঁর রাসূলের অবাধ্যাচরণ করেছে।
সহীহঃ বুখারী ও মুসলিম।
জামে' আত-তিরমিজি
হাদিস নং ৩৯৪১
হাদিসের মান: সহিহ হাদিস
Website:Bokulsrabon.blogspot.com

No comments: