হাদিস নং ৩৯৪০ জামে' আত-তিরমিজি
![]() |
| হাদিস নং ৩৯৪০ জামে' আত-তিরমিজি online24.bd |
আবূ আইউব আল-আনসারী (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আনসারগণ ও মুযাইনাহ্, জুহাইনাহ্, আশজা', গিফার গোত্রগুলো ও বানু ‘আবদুদ দার–এর লোকেরা আমার সঙ্গী ও সাহায্যকারী। আল্লাহ ব্যতীত তাদের কোন সাহায্যকারী সঙ্গী নেই। আল্লাহ ও তাঁর রাসূলই তাদের সাহায্যকারী সঙ্গী বা সাথী।
সহীহঃ মুসলিম (৭/১৭৮)।
জামে' আত-তিরমিজি
হাদিস নং ৩৯৪০
হাদিসের মান: সহিহ হাদিস
Website:Bokulsrabon.blogspot.com

No comments: