হাদিস নং ৩৯৩৬ জামে' আত-তিরমিজি
![]() |
| হাদিস নং ৩৯৩৬ জামে' আত-তিরমিজি online24.bd |
আবূ হুরাইরাহ্ (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রাজত্ব কুরাইশদের মাঝে, বিচার–বিধান আনসারদের মধ্যে, (সুমধুর সুরে) আযান হাবশীদের মাঝে এবং আমানতদারী আয্দ অর্থাৎ ইয়ামানবাসীদের মাঝে।
সহীহঃ সহিহাহ্ (১০৮৩)।
জামে' আত-তিরমিজি
হাদিস নং ৩৯৩৬
হাদিসের মান: সহিহ হাদিস
Website:Bokulsrabon.blogspot.com

No comments: