হাদিস নং ৩৯৩৫ জামে' আত-তিরমিজি
![]() |
| হাদিস নং ৩৯৩৫ জামে' আত-তিরমিজি online24.bd |
আবূ হুরাইরাহ্ (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের নিকট ইয়ামানবাসী এসেছে। তারা খুব নরম মন ও কোমল হৃদয়ের লোক। ঈমান ইয়ামান হতে এসেছে এবং প্রজ্ঞাও ইয়ামান হতে এসেছে।
সহীহঃ রাওযুন্ নাযীর (১০৩৪), বুখারী ও মুসলিম।
জামে' আত-তিরমিজি
হাদিস নং ৩৯৩৫
হাদিসের মান: সহিহ হাদিস
Website: Bokulsrabon.blogspot.com

No comments: