Breaking News
recent

বিদআ’ত কয় প্রকার?

বিদআ’ত কয় প্রকার?


কোন কোন আলেমগণ বিদআ’তকে দু’ভাবে ভাগ করেছেন। এক. বিদআ’তে হাসানাহ (উত্তম সৃষ্ট বস্তু)। দুই. বিদআতে সায়্যিআহ (মন্দ সৃষ্ট বস্তু)।
বিদআতে সয়্যিআহ বলে, দ্বীনের মধ্যে কোন নতুন সৃষ্টিকে, অর্থাৎ দ্বীনের মধ্যে ইবাদত মনে করে এবং অতিরিক্ত ছওয়াবের আশায় এমন কিছু আকীদা বা আমল সংযোজন ও বৃদ্ধি করা, যা রাসূল (সাঃ) সাহাবী ও তাবেঈদের যুগে অর্থাৎ আদর্শ যুগে ছিল না। এবং কুরআন ও হাদীসের কোন দলীলে তা সমর্থন করে না।
আর বিদআতে হাসানাহ বলে, এমন সব নেক কাজ যার প্রেক্ষাপট সে যুগে হয়নি, পরবর্তীতে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হওয়ায় নতুন আঙ্গিকে দ্বীনের কোন কাজ করা হয় ও কুরআন বা হাদীস- এর দলীল দ্বারা তার সমর্থন পাওয়া যায় । যেমন প্রচলিত ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি।

No comments:

Powered by Blogger.