বর্তমান সমাজে প্রচলিত কিছু বিদআত
বর্তমান সমাজে প্রচলিত কিছু বিদআত
নিম্নে কতিপয় বিদআতের আলোচনা করা হল।
- কোন বুযুর্গের মাযারে মেলা মিলানো
- ওরস করা
- কাওয়ালী জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করা
- মৃতের কুলখানী করা। অর্থাৎ- চতুর্থ দিনেই ঈছালে সাওয়াব করা
- মৃতের চেহলাম বা চল্লিশা করা
- কবরের উপর চাদর দেয়া
- কবরের উপর ফুল দেয়া
- কবর পাকা করা
- কবরের উপর গম্বুজ বানানো
- কবরের দুই প্রান্তে কাঁচা ডাল লাগানোকে স্থায়ী নিয়মে পরিণত করা। তবে যদি মাঝে মধ্যে এটা করা হয় এবং স্থায়ী নিয়মে পরিণত না হয়, তাহলে তার অবকাশ রয়েছে
- মাযারে চাদর, শামিয়ানা, মিঠাই ইত্যাদি নযরানা দেয়া
- প্রচলিত মিলাদ অনুষ্ঠান
- মীলাদ অনুষ্ঠানে কেয়াম করা
- যানাজার নামাযের পর আবার হাত উঠিয়ে দোয়া করা
- জানাযা নামাযের পর জোর আওয়াজে কালেমা পড়তে পড়তে জানাযা বহন করে নিয়ে যাওয়া
- দাফনের পর কবরের কাছে আযান দেয়া
- ঈদের নামাযের পর মুসাহাফা ও মুআনাকা বা কোলাকুলি করা
- আযানের পর হাত উঠিয়ে দুআ করা
- আযান ইকামতের মধ্যে রাসুল সা. এর নাম এলে বৃদ্ধা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো
- রমাযানের শেষ জুমুআর খুতবায় বিদায় জ্ঞাপন মূলক শব্দ (যমন আল-বিদা) ইত্যাদি যোগ করা। উল্লেখ্য, ‘জুমুআতুল বিদা’ বলে কোন ধারণা ইসলামে নেই আমীন বলে মুনাজাত শেষ করা নিয়ম। অনেকে কালিমায়ে তাইয়্যেবা বলতে বলতে মুখে হাত বুলান এবং মুনাজাত শেষ করেন- এটা কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটা বিদআত
- জানাযার উপর কালিমা ইত্যাদি লেখা বা ফুলের চাদর বিছানো ইত্যাদি।

No comments: