Breaking News
recent

মাতৃ দুধে অদ্ভুত খোদায়ী শক্তি

মস্কো থেকে প্রকাশিত মাসিক ডাইজেক্ট স্পোটিং ৫৭ তম সংখ্যায় সোভিয়েত ক্যান্সার ইউনিয়নের সেক্রেটারী জেনারেল ডাঃ আলেকজান্ডার চ্যাকলনের একটি নিবন্ধ ছাপা হয়। তাতে তিনি উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, ইউরোপ -আমেরিকার মেয়েদের বক্ষে আশঙ্কাজনকহারে ক্যান্সার ছড়াচ্ছে। এতে অসংখ্য মেয়ে মৃত্যুবরণ করছে। এ রোগের অন্যতম কারণ হিসাবে তিনি উল্লেখ করেন যে, আজকাল মেয়েদের স্বীয় বাচ্ছাদেরকে নিজ বুকের দুধ পান করানোর রীতি বিলুপ্ত প্রায়। এ প্রবন্ধে তিনি আরও বলেন-মুসলিম মায়েদেরকে কুরআন নিজ সন্তানদেরকে দুবছর দুধ পান করানোর নির্দেশ দিয়েছে। বুকের দুধ পান করানোর এ প্রচলন আজো মুসলমানদের মধ্যে রয়েছে। তবে অমুসলিমরা ছাড়াও এ রোগে ব্যাপক ভাবে আক্রান্ত হচ্ছে ঐ সব মুসলমান, যারা নিজের বাস্তব জীবনে ইসলামের শিক্ষা-দীক্ষাকে মেনে চলে না। মায়ের দুধ যত অল্পই হোকনা কেন তা বাচ্ছার জন্য অত্যন্ত ফায়দাজনক। কিন্তু এখনকার মেয়েরা বিশেষ করে আমেরিকাতে এ নিয়মকে সম্পূর্ণরূপে পরিহার করেছে। এটা এখন একটা ফ্যাশনে রূপ নিয়েছে । সম্ভবত এ কারণেই আমেরিকার মেয়েদের বক্ষে ক্যান্সারের ব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ছে। ১৮৫৬ খৃষ্টাব্দে আমেরিকার জাতীয় কনফারেন্সে বক্ষ ক্যান্সার নিয়ে সূদীর্ঘ পর্যালোচনার পর উল্লেখিত কারণকেই উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে । তাছাড়া পরবর্তীকালীন অসংখ্য গবেষণা ও এর সমর্থন করে।

No comments:

Powered by Blogger.