Breaking News
recent

রাব্বানা ইফতাহ বায়ানা ওয়াবায়না



রাব্বানা ইফতাহ বায়ানা ওয়াবায়না

সূরা আল-আ'রাফ, আয়াতঃ ৮৯
 
 
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
 
উচ্চারণ
 
রাব্বানা ইফতাহ বায়ানা ওয়াবায়না কাওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল আল-ফাতিহীন
 
অর্থ
 
হে আল্লাহ্‌! আমাদের এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে সত্যের পথে ফয়সালা করে দিন। নিশ্চয়ই, আপনিই সর্বশ্রেষ্ঠ বিচারক।
 
ফযিলত
 
১। হযরত সুয়াইব (আঃ) যখন দেখলেন তাঁর জাতিরা সত্য গ্রহন করতে/ ঈমান আনতে অস্বীকৃতি জানাচ্ছে তখন তিনি আল্লাহ্‌র কাছে এই দোয়া করলেন।(মারিফুল কুরআন)

২। সত্যিকার অর্থে সুয়াইব (আঃ) তাঁর জাতি থেকে যারা সত্যের ডাকে সাড়া দেয়নি তাদের ধ্বংসের জন্যে এই দোয়া করেছিলেন। আল্লাহ্‌ তাঁর দোয়া কবুল করেছিলেন এবং একটি বিশাল কম্পনের মধ্য

No comments:

Powered by Blogger.