রাব্বানা আফরিঘ আলাইনা সাবরাও
রাব্বানা আফরিঘ আলাইনা সাবরাও
সূরা আল-আ'রাফ, আয়াতঃ ১২৬
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
উচ্চারণ
রাব্বানা আফরিঘ আলাইনা সাবরাও ওয়া তাওফফানা মুসলিমীন
অর্থ
হে রাব্বুল আলামিন! আমাদের জন্যে ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদের মুসলমান হিসেবে মৃত্যু দান করো।
ফযিলত
এই দোয়ার মধ্যে এই ইঙ্গিতটি করা হয়েছে যে আল্লাহ্ না চাইলে মানুষের সাহসিকতা এবং আশা-ভরসার কোন ব্যবহারই হবেনা। অতএব, দুয়া করতে হবে যাতে আল্লাহ্ তাআলা আমাদের কঠিন এবং ধৈর্যশীল হওয়ার তৌওফিক দেন। কারণ একমাত্র দৃঢ়তা, ধৈর্যশীলতাই পারে একজন মানুষকে প্রতিপক্ষের কাছে জয়ী করে তুলতে। (মারিফুল কুরআন)
উচ্চারণ
রাব্বানা আফরিঘ আলাইনা সাবরাও ওয়া তাওফফানা মুসলিমীন
অর্থ
হে রাব্বুল আলামিন! আমাদের জন্যে ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদের মুসলমান হিসেবে মৃত্যু দান করো।
ফযিলত
এই দোয়ার মধ্যে এই ইঙ্গিতটি করা হয়েছে যে আল্লাহ্ না চাইলে মানুষের সাহসিকতা এবং আশা-ভরসার কোন ব্যবহারই হবেনা। অতএব, দুয়া করতে হবে যাতে আল্লাহ্ তাআলা আমাদের কঠিন এবং ধৈর্যশীল হওয়ার তৌওফিক দেন। কারণ একমাত্র দৃঢ়তা, ধৈর্যশীলতাই পারে একজন মানুষকে প্রতিপক্ষের কাছে জয়ী করে তুলতে। (মারিফুল কুরআন)
No comments: