Breaking News
recent

শরমের মাসায়েল

শরমের মাসায়েল
যে সব কারণে ওযূ টুটিয়া যায়ঃ
২২। মাসআলাঃ স্বামীর হাত লাগার দরুন বা স্বামীর চিন্তা করায় যদি সামনের রাস্তা দিয়া এক প্রকার পানির মত বাহির হয়━যাহাকে মযী বলে━তবে ওযূ টুটিয়া যাইবে।
২৩। মাসআলাঃ রোগের (প্রদর বা প্রমেহ রোগের) কারণে সামনের রাস্তা দিয়া এক প্রকার বিজলা পানির মত বাহির হয়, ইহাতে ওযূ টুটিয়া যায়।
২৪। মাসআলাঃ পেশাব বা মযীর ফোঁটা ছিদ্র হইতে বাহির হইয়া আসিয়াছে, কিন্তু এখনও যে চামড়া উপরে থাকে তাহার ভিতরে আছে, তবু ওযূ টুটিবে যাইবে; কেননা, ওযূ টুটিবার জন্য উপরের চামড়া হইতে বাহিরে আসা যরূরী নহে।
২৫। মাসআলাঃ স্বামীর পেশাবের জায়গা স্ত্রীর পেশাবের জায়গার সঙ্গে মিলিত হইলেই (কিছু বাহির হউক বা না হউক) ওযূ টুটিয়া যায় (যদি উভয়ের মধ্যে কাপড় চোপড় কিছু আড় না থাকে)। এমনিভাবে যদি দুজন স্ত্রীলোক স্ব স্ব যোনিদার একত্রিত করে, তবুও ওযূ টুটিয়া যাইবে, কিছু নির্গত হউক বা না হউক। কিন্তু উহা অতিশয় গুনাহ এবং অন্যায় কাজ।

No comments:

Powered by Blogger.