Breaking News
recent

রাব্বানা আনযিল আলাইনা মা'ইদাতাম



রাব্বানা আনযিল আলাইনা মা'ইদাতাম

সূরা আল-মাইদাহ, আয়াতঃ ১১৪

رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ
উচ্চারণ
রাব্বানা আনযিল আলাইনা মা'ইদাতাম মিনাস-সামাই তুকনু লানা ইদাল লি-আওয়া-লিনা ওয়া আখিরনা ওয়া আয়াতাম-মিনকা ওয়ার-যুকনা ওয়া আন্তা খায়রুল-রাযিকীন
অর্থ
হে আমাদের পালনকর্তা! আমাদের জন্য জান্নাত থেকে আহারের ব্যবস্থা করুন, যা আমাদের এবং আমাদের পরবর্তী সবার জন্যই আনন্দের হবে। এবং এটি আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হয়ে থাকবে। আপনি আমাদের রোজগারের ব্যবস্থা করে দিন, আপনিই শ্রেষ্ঠ রুযী দাতা। 
ফযিলত
হযরত ঈসা (আঃ) তাঁর অনুসারীদের অনুরোধে এই দুয়া করেছিলেন। তাঁরা ঈসা (আঃ) কে অনুরোধ করেছিলেন আল্লাহ্‌র কাছে  উপর থেকে খাবার পাঠানোর জন্যে দোয়া করতে যাতে তাঁর অনুসারীরা খেতে পারে ও অন্তরে প্রশান্তি আশে এবং তাঁরা সন্তুষ্ট হতে পারে এই ভেবে যে ঈসা (আঃ) আসলে তাঁর রবের কথাই বলেছেন। যখন ঈসা (আঃ) দেখলেন তাদের উদ্দেশ্য সঠিক তিনি এই দোয়াটি করেছিলেন। (মারিফুল কুরআন)

No comments:

Powered by Blogger.