হযরত রসূলুল্লাহ (দঃ)-এর খুৎবা
হযরত রসূলুল্লাহ (দঃ)-এর খুৎবা
হযরত রসূলুল্লাহ (দঃ)-এর খুৎবা
নবী (দঃ)-এর খুৎবা নকল করার উদ্দেশ্য এই নহে যে, সর্বদা এই খুৎবাই পড়িবে, বরং উদ্দেশ্য এই যে, বরকতের জন্য মাঝে মাঝে পড়িবে।
হযরত (দঃ)-এর নিয়ম ছিলযখন সব লোক জমা হইত, তখন তশরীফ আনিতেন এবং উপস্থিতদের ‘আসসালামু আলাইকুম’ বলিয়া সালাম করিতেন। তারপর হযরত বিল্লাল রাযিয়াল্লাহু আনহু আযান দিতেন। যখন আযান শেষ হইয়া যাইত, তখন হযরত দাঁড়াইয়া খুৎবা শুরু করিতেন। মিম্বর নির্মিত হইবার পূর্বে খুৎবার সময় লাঠি বা কামানের উপর ভর দিয়া দাঁড়াইতেন, কখনও কখনও মেহরাবের নিকট যে খুঁটি ছিল উহাতে হেলান দিয়া দাঁড়াইতেন। মিম্বর তৈরী হওয়ার পর লাঠিতে ভর দেওয়ার প্রমাণ নাই। হযরত দুইটি খুৎবা পড়িতেন। দুই খুৎবার মাঝখানে কিছুক্ষণ বসিতেন, কিন্তু সে সময় কোন কথা বলিতেন না বা কোন দোআও পড়িতেন না। যখন দ্বিতীয় খুৎবা শেষ হইত, তখন হযরত বিল্লাল (রাঃ) এক্কামত বলিতেন। এক্কামত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত নামায শুরু করিতেন। খুৎবা দেওয়ার সময় হযরতের আওয়ায খুব বড় হইয়া যাইত এবং চক্ষু মুবারক লাল হইয়া যাইত। মুসলিম শরীফে আছে, এরূপ বোধ হইত, যেন আসন্ন শত্রু-সেনা হইতে নিজ লোকদিগকে সতর্ক করিতেছেন।
No comments: