রাব্বানা ইন্নাকা যামি-উন্নাচি লি-ইয়াওমিল
রাব্বানা ইন্নাকা যামি-উন্নাচি লি-ইয়াওমিল
সূরা আল-ইমরান, আয়াতঃ ৯
رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ
উচ্চারণ
রাব্বানা ইন্নাকা যামি-উন-নাচি লি-ইয়াওমিল লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মি-আদ
অর্থ
হে আল্লাহ! নিশ্চয়ই আপনি সমস্ত মানবজাতিকে কেয়ামতের দিন একত্র করবেন, এতে কোন প্রকার সন্দেহের অবকাশ নেই। নিশ্চয়ই তুমি ভঙ্গ করোনা অঙ্গীকার!
ফযিলত
এই আয়াতটির পূর্ববর্তী আয়াত ছিল হাসরের মাঠকে নিয়ে। একই ভাবে এই আয়াতটিও কোন সান্ত্বনা হিসেবে নয়, বরং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্যে দোয়াটি করতে হবে।
No comments: