এক আনার সুদ
এক আনার সুদ
রিচার্ড প্রাইম হল যুক্তরাজ্যের প্রসিদ্ধ খ্রিস্টান আলিম (তত্ত্বজ্ঞানী) (The Logian এবং অর্থনীতিবিদ । তিনি তাঁর এক প্রবন্ধে সুদ সম্পর্কে রীতিমত পরিসংখ্যান চালিয়ে বের করেছেন যে, যদি কাউকে ১ম খ্রিস্টাব্ধে সনে কোন ঋণ দেওয়া হয় মাত্র এক আনা সুদে, তবে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাপনা বিশ্বময় চালু হওয়ার পূর্বে উক্ত এক আনা সুদের প্রবৃদ্ধি থেকে বিশাল পুঁজি তৈরি হবে। যা দ্বারা রীতিমত পৃথিবীর আয়তন হতে কয়েকগুণ বড় একটি সোনার স্তুপ নির্মান করা যাবে। (সূত্রঃ L.Leantyer : Ashort Course Of Political Economy Progress Publishers Moscow-1968 )
No comments: