Breaking News
recent

হজ্জের কিছু আদব উল্লেখ করুন?


হজ্জের কিছু আদব উল্লেখ করুন?
নিম্নোক্ত  হজ্জের কিছু আদব উল্লেখ করা হল।
  •   হজ্জের সফর শুরুর আগে পিছনের সব রকমের গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করুন।
  • বিগত জীবনের অনাদায়ী হুকুকুল্লাহ আদায় করার সর্বাত্মক চেষ্টা করুন, যা অবশিষ্ট থাকবে তা আদায় করতে দৃঢ প্রতিজ্ঞা হোন এবং আদায় করতে থাকুন।
  • কারো সঙ্গে কোনো লেনদেন অনাদায়ী বা ঝুলন্ত থাকলে তা সম্পন্ন করুন কিংবা মীমাংসা করুন অথবা ক্ষমা চেয়ে তাকে সন্তুষ্ট করুণ।
  • আচার-ব্যবহারের ভুল-ত্রুটির জন্য নিকটজন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সহকর্মীদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন।
  • নিজ দায়িত্বে থাকা পরিবার ও অধীনস্তদের জন্য আপনার হজ্জ চলাকালীন প্রয়োজনীয় খরচের ব্যবস্থা করুণ।
  • হজ্জ সফরের শুরুতেই হজ্জের জন্য প্রয়োজনীয় মালপত্র ও কাগজপত্র সংগ্রহ করা ও তা নিরাপদে রাখার ব্যবস্থা করতে হবে।

No comments:

Powered by Blogger.