Breaking News
recent

মা এর জন্য দোয়া

"রাব্বির হামহুমা কামা রাব্বায়য়ানি সাগিরা

আমরা অনেক সময় মা-বাবার প্রতি রেগে যাই, খারাপ আচরণ করি। ত্তখন মনে করি আমরাই ঠিক। ব্যাপারটা সঙ্গে সঙ্গে না বুঝলেও পরে যখন মনে হয় খুব খারাপ লাগে। খুব কষ্ট লাগে তখন। মা-বাবা হয়ত এসব ভুলেই যান, আমরা নিজেদের ক্ষমা করতে পারি না।
আমাদের শরীরে ব্যথা সহ্য করার ক্ষমতা সর্বোচ্চ ২০ ডেল , কিন্তু একজন "মা" সন্তান প্রসব করতে ৪৫ ডেল পর্যন্ত ব্যথা অনুভব করে যে ব্যথা সহ্য করতে একজন সাধারণ মানুষের হাড়গুলো চুরমার হয়ে ভেঙ্গে যাবে , একবার ভেবে দেখুনতো আমাদের মা-বাবা আমাদের জন্ম হওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত আমাদের জন্য কত্ত কষ্ট করে যাচ্ছেন । আর আমরা সে মা-বাবার সাথে মাঝে মাঝে ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া করি , তাদের কথা মানিনা ,শুনলেও এমন ভাব দেখাই যেন মানতে খুব কষ্ট হচ্ছে । ইসলাম বলে মা যদি সন্তানের প্রতি সামান্যতম কষ্ট নিয়ে উহ!ও করে তাহলে সে সন্তান ধ্বংস প্রাপ্ত (আল্লাহআমাদের ক্ষমা করুন )।
আল্লাহ কুরআনে বলেন ,
"আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু বছরে হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে।" (সুরা লুকমান:১৪)

"রাব্বির হামহুমা কামা রাব্বায়য়ানি সাগিরা"

No comments:

Powered by Blogger.