নামাযের কতিপয় সুন্নত
নামাযের কতিপয় সুন্নত
নামাযের কতিপয় সুন্নত
১।মাসআলাঃ তকবীরে তাহরীমা বলার পূর্বে পুরুষের উভয় হত কান পর্যন্ত উঠান এবং স্ত্রীলোকের কাঁধ পর্যন্ত উঠান সুন্নত। অযরবশতঃ পুরুষ কাঁধ পর্যন্ত উঠাইলেও কোন দোষ নাই।
২।মাসআলাঃ তকবীরে তাহরীমা বলার সাথে সাথে পুরুষের নাভির নীচে এবং স্ত্রীলোকের সিনার উপর হাত বাধা সুন্নত।
৩।মাসআলাঃ পুরুষের হাত বাঁধার সময় ডান হাতের পাতা বাম হাতের পাতার উপর রাখিয়া ডান হাতের বৃদ্ধাঙ্গুলী ও কনিষ্ঠা আঙ্গুলী দ্বারা বাম হাতের কব্জি চাপিয়া ধরা এবং বাকী তিন আঙ্গুল বাম হাতের কব্জির উপর বিছাইয়া রাখা সুন্নত।
৪।মাসআলাঃ ইমাম এবং মনফারেদের সূরা-ফাতেহা শেষে নীরবে আমীন বলা; আর ইমাম কেরাআত উচ্চ শব্দে পড়িলে মুকতাদীরই নীরবে আমীন বলা সুন্নত।
৫।মাসআলাঃ পুরুষগণ রুকুর সময় এমনভাবে ঝুকিবে যেন পিঠ, মাথা ও নিতম্ব এক বরাবর হইয়া যায়।
৬।মাসআলাঃ রুকুতে পুরুষের উভকয় হাত বগল হইতে পৃথক বাখা, রুকু হইতে দাঁড়াইবার সময় ইমামের সামিয়াল্লাহু লিমান হামিদাহ বলা, মুক্তাদীর রাব্বানা লাকাল হামদ বলা এবং একা নামাযীর উভয়টি বলা সুন্নত।
৭।মাসআলাঃ সজদা অবস্থায় পুরুষের পেট রান হইতে, কনুই বগল হইতে এবং উভয় হাত মাটি হইতে উঠাইয়া রাখা সুন্নত।
৮।মাসআলাঃ প্রথমে ও শেষ বৈঠকে পুরুষের পায়ের আঙ্গুল সমুহের উপর ভর দিয়া পা খাড়া রাখিয়া আঙ্গুলগুলি ক্বেবলামুখী করিয়া বাম পা মাটির উপর বিছাইয়া উহার উপর বসা এবং উভয় হাত জানুর উপর এবং আঙ্গুলগুলির অগ্রভাগ হাঁটুর নিকটবর্তী রাখা সুন্নত।
৯।মাসআলাঃ ইমামের উচ্চ আওয়াযে সালাম বলা সুন্নত।
১০।মাসআলাঃ ইমামের সালাম ফিরাইবার সময় সঙ্গে অবস্থানকারী সকল মুক্তাদী পুরুষ, স্ত্রী ও বালক এবং ফেরেশতাদের প্রতি নিয়্যত করা, আর মুক্তাদী সঙ্গের নামায আদায়কারী, সঙ্গীয় ফেরেশতা ইমাম ডান দিকে থাকিলে ডান সালামে, বাম দিকে থাকিলে বাম সালামে, আর সোজা থাকিলে উভয় সালামে ইমামের প্রতি নিয়্যত করা সুন্নত।
১১।মাসআলাঃ তকবীরে তাহরীমা বলার সময় পুরুষের উভয় হাতকে জামার আস্তিন কিংবা চাদর ইত্যাদির ভিতর হইতে বাহির করা সন্নত, যদি অত্যধিক শীত ইত্যাদির ন্যায় ওযর না থাকে।
No comments: