দুনিয়া ত্যাগী সাহাবী-শিক্ষামূলক গল্প
দুনিয়া ত্যাগী সাহাবী-শিক্ষামূলক গল্প
সাহাবায়ে কিরাম (রাযি.) হযরত আমর ইবনুল (রাযি.) এর নেতৃত্বে মিশরের বিখ্যাত শহর ইসিকান্দরিয়া প্রসিদ্ধ নগরী আলেকজান্দারিয়া অবরোধ করে রেখেছিলেন। পথিমধ্যে হযরত ওবাদা ইবনে সামেত (রাযি.) কোন প্রয়োজনে তাবু থেকে বেসজ দূরে চলে গেলেন। হঠাৎ কোথাও ঘোড়া থেকে নেমে নামাযের নিয়ত বাঁধলেন। নামাযরত অবস্থায় কয়েকজন রোমীয় সেনা ধীর পায়ে তাঁর নিকট চলে আসল। তারা ভাবল একে হত্যার করার এখনই সর্বোত্তম সুযোগ। এ অসৎ উদ্দেশ্যে তারা অগ্রসর হতে লাগল। হযরত ওবাদা (রাযি.) টের পেয়ে দ্রুত সালাম ফিরালেন। তিনি অত্যন্ত উৎফুল্ল ও নির্বাক চিত্তে ঘোড়ায় চেপে বসলেন এবং তাদের উপর আক্রমন করলেন।
রোমানরা ভেবেছিল, লোকটি একজন দরবেশ ও আবেদ, সে ততটা সাহসী ও বাহাদুর হওয়ার কথা নয়। যখন আল্লাহর এ ব্যাঘ্র তাদের উপর চড়াও হল, তারা পেছনে পালাতে কিন্তু হযরত ওবাদা (রাযি.) তাদের তাড়া করা হতে বিরত থাকলেন না। তারা সবাই সন্মুখে আর তিনি তাদের পেছনে। এক পর্যায়ে যখন তারা দেখলে যে, জীবন রক্ষার আর কোন উপায়ন্তর নেই, তখন তারা কোমরের বেল্টে বাধা বিভিন্ন মূল্যবান বস্তু মাটিতে নিক্ষেপ করত লাগল। তাদের ধারণা ছিল, লোকটি আরব যাযাবর, সে এ সকল মূল্যবান সামগ্রী দেখ সে গুলোর লালসায় আমাদের পিছু তাড়া ছেড়ে দিয়ে এ গুলো কুড়ানোতে লেগে যাবে।
কিন্তু হযরত ওবাদা (রাযি.) হল সরদারে দোজাহানের হাতে গড়া একজন আদর্শ সাহাবী। তিনি সেগুলোর প্রতি বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে তাদেরকে তাড়ানো অব্যাহত রাখলেন। বহু কষ্টে তারা এক সময় কেল্লার ভেতর ঢুকে পড়ল এবং দরজা বন্ধ করে দিল। হযরত ওবাদা (রাযি.) কিছুক্ষণ কেল্লার উপর হতে পাথর নিক্ষেপ করে ফিরে গেলেন। ফেরার পথে দেখলেন রোমানদের মালামাল কুড়ানোকে নিজের সময় অপচয় ভেবে তাতে হাতও দিলেন না বরং পূর্বের স্থানে গিয়ে পূনরায় নামায আরম্ভ করলেন। আর রোমীয়রা এসে তাদের মালামাল কে আপন অবস্থায় পড়ে আছে দেখে তা কুড়িয়ে নিল। – আল-নুজূম-১/৯
No comments: