Breaking News
recent

আল্লাহ ওয়ালাদের দানশীলতা

মালিকুদদার (রহ.) বলেন–একবার হযরত ওমর (রাযি.) চারশত দীনার ভর্তি একটি থলে তাঁর গোলামকে দিয়ে বললেন, এটা হযরত আবু ওবাইদাহ ইবনুল জারাহ (রাযি.) এর নিকট নিয়ে যাও তাকে এ গুলি দিয়ে বলবে ব্যক্তিগত কাজে ব্যয় করতে ও থলে তাঁর হাতে দেওয়ার পর তুমি অপেক্ষা করবে এবং চুপিসারে দেখবে যে, তিনি তা কি কাজে ব্যয় করেন। অতঃপর আমকে এসে সংবাদ দেবে। নির্দেশ মত গোলাম থলেটি হযরত আবু ওবাইদা (রা.) নিকট পৌঁছল এবং আমীরুল মু’মিনীনের পক্ষ হতে হাদিয়া পেশ করল।
হযরত আবু ওবাইদা (রাযি.) থলেটি হাতে নিয়ে বললেন–আল তা’আলা তাকে উত্তম প্রতিদান দান করুন এবং তাঁর উপর রহমতের ধারা অবতীর্ণ করুন। অতঃপর তাঁর কৃতদাসীকে ডেকে বললেন, নাও, এখান থেকে অমুককে সাত দীনার, অমুককে পাঁচ দীনার করে দিয়ে দেবে। এভাবে বন্টন করতে করতে এক পর্যায়ে সবগুলি দীনারই বিতরণ করে দিলেন।
গোলাম ফিরে এসে সব কিছু হযরত ওমর (রা.) কে খুলে বলল, এর মধ্যেই তিনি আরেকটি দীনার ভর্তি থলে প্রস্তুত করে রেখেছিলেন এবং একইভাবে গোলামের হাতে দিয়ে বললেন-এটা মোআযের (রা.) নিকট নিয়ে যাও। তাকেও গিয়ে বলবে -এ গুলো তাঁর ব্যক্তিগত ব্যয়ভারের জন্য পাঠিয়েছেন। তিনিও থলেটি গ্রহণ করলেন এবং দু’আ করলেন-আল্লহ তা’আলা তাকে উত্তম প্রতিদান দান করুন, তাঁর উপর রহমত বর্ষণ করুন। অতঃপর কৃতদাসীকে ডেকে বললেন – এ গুলো হতে অমুককে এত, অমুককে এত দান করবে। হযরত মু’আয (রাযি.) এর স্ত্রী পর্দার আড়াল হতে বলে উঠলেন -খোদার কসম! আমরাও অনটনে ভুগছি। হযরত মু’আয (রাযি.) থলে হাত দিয়ে দেখলেন-তাতে মাত্র দুটি দীনার অবশিষ্ট আছে। সে দুটো দীনার স্ত্রীর নিকট ছুড়ে মারলেন।
গোলাম এ দৃশ্য দেখার পর হযরত ওমর (রাযি.) এর নিকট ফিরে এল এবং তাকে বিস্তারিত ঘটনা শুনাল। এতে হযরত ওমর (রাযি.) আনন্দে আবেগাল্পুত হয়ে বললেন –এরা স্কলেই সহোদর ভাইয়ের মত। পরস্পরের গুণ-বৈশিষ্ট একই রকম।-আত-তারগীব-২/৪১-৪২

No comments:

Powered by Blogger.