Breaking News
recent

দেয়ালের উপদেশ

দেয়ালের উপদেশ



অনেকদিন আগের কথা। বনী ইসরাঈলের এক লোক ছিল। তার দুজন পুত্র ছিল। লোকটি যখন মারা গেল পুত্রদ্বয় তখন পিতার সমুদয় মিরাস বণ্টন করে নিল। কিন্তু একটা দেয়াল বণ্টন করতে গিয়ে তাদের মাঝে ঝগড়া বেঁধে গেল। ঝগড়া যখন তুঙ্গে উঠল, তখন তারা সেই দেয়ালের ভেতর থেকে একটা গায়েবী আওয়াজের দিকে কান পেতে ধরল। দেয়ালের ভেতর থেকে আওয়াজ এলো, তোমরা ঝগড়া বন্ধ করো। তোমরা আধাজল খেয়ে নেমেছো, সেই আমার প্রকৃত পরিচয়টা আগে শুনে নাও। 

এরপর দেয়াল বলতে শুরু করল, এক সময় আমি পৃথিবীর বাদশা ছিলাম। বিশাল রাজ্যের অধিপতি ছিলাম। এরপর একদিন আমি মৃত্যু বরণ করলাম। আমার সুন্দর সুঠাম দেহ পঁচে-গলে মাটিতে পরিণত হয়ে গেল। আমার দেহ-গলিত সেই মাটি নিয়ে কুমার কলসি তৈরি করল। দীর্ঘদিন আমি সেই কলসির আকৃতিতেই ছিলাম। এরপর হঠাৎ একদিন আমাকে ভেঙ্গে ফেলা হলো। আবার আমি মাটির সাথে মিশে মাটি ও বালুতে পরিণত হলাম। এর কিছুদিন পর আমাকে ওঠিয়ে এনে ইট তৈরি করা হলো। 

পরবর্তীতে সেই ইট দিয়ে তোমাদের এই দেয়াল তৈরি করা হয়। সুতরাং কেন তোমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার তুচ্ছ বস্তু নিয়ে অযথা ঝগড়ায় জড়িয়ে পড়ছো। 

[বিখরে মূতী : পৃ.১৫৬-৬৭] 

আল্লাহকে পাওয়ার উপায় 

এক ডেপুটি কালেক্টর এক দরবেশকে জিজ্ঞাসা করল, আল্লাহর কাছে পৌঁছার সহজ উপায় কী? দরবেশ তার প্রশ্ন এড়িয়ে অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা উঠালেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ির অবস্থা ভালো তো? সন্তানাদির কী অবস্থা? বর্তমানে আপনার বেতন কত? কিভাবে দিনাতিপাত করছেন? ইত্যাদি। 

এরপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, প্রাথমিক পর্যায়ে আপনার বেতন কত ছিল? কাজের মান ও পরিমাণ কেমন ছিল? এখন আপনার বেতন কত? কাজের মান ও পরিমাণ কেমন? কীভাবে আপনি এই স্তরে উন্নীত হলেন। দরবেশের কথার উত্তরে ডেপুটি সাহেব অত্যন্ত আগ্রহের সাথে তার কর্ম-জীবনের ক্রমাগত সফলতার কথা বলে শুনালেন। তিনি বললেন, প্রথম অবস্থায় আমার বেতন স্কেল ছিল খুবই কম। কাজের মান ছিল নিম্ন আর পরিমাণ ছিল বেশি। 

পরবর্তীতে আমি আমার চেষ্টা ও প্রচেষ্টা, যোগ্যতা ও আন্তরিকতার পূর্ণ প্রদর্শনী করে ধীরে ধীরে পদোন্নতি লাভ করি, এখন আমার বেতন অনেক বেশি। কাজের মান উন্নত, পরিমাণ খুবই নগন্য। কথা শেষ হলে দরবেশ তাকে জিজ্ঞাসা করলেন, আপনার এই চাকরির চেয়ে কি প্রভুর সান্নিধ্য লাভের সাধনা উত্তম কর্ম নয়? তিনি বললেন, অবশ্যই। 

দরবেশ এবার তুনীরের শেষ তীরটি নিক্ষেপ করে বললেন, আপনি দুনিয়ার এই তুচ্ছ কাজে সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তরিকতা প্রদর্শন করে তারপর পেয়েছেন পদোন্নতি। তাহলে আল্লাহকে পাওয়ারমত সৎ ও মহৎ কাজে কেন, সেই নীতি লঙ্ঘন করে এক লাফে গাছের আগায় ওঠতে চাচ্ছেন।

No comments:

Powered by Blogger.