ক্বেরাত
নামাযে কতটুকু কেরাআত অশুদ্ধ পড়ার কারণে নামায ভেঙ্গে যায় ?
কেরাআত অশুদ্ধ পড়ার কারণে অর্থের মধ্যে যদি এমন অসাধারণ বিকৃতি ঘটে যা কুরআনে বর্ণিত ঘটনা বা তথ্যের সম্পূর্ণ বিপরীত অথবা ভুলের কারণে যে অর্থ সৃষ্টি হয়েছে তা যদি ঈমান পরিপন্থী কথায় পরিণত হয় তাহলে নামায নষ্ট হয়ে যাবে। তবে কেরাআতের ভুলের ক্ষেত্রে বিজ্ঞ আলেমের থেকে জেনে আমল করা আবশ্যক ।
(দেখুনঃ ফতওয়ায়ে খানিয়া)
ফজরের প্রথম রাকাতের কেরাত দ্বিতীয় রাকাআত অপেক্ষা দেরী করা জরুরী কি না ?
চার রাকাত বিশিষ্ট ফরজ নামাযে দ্বিতীয় দুই রাকাআতে ফাতেহা পড়ার হুকুম কী ?
দুই সূরার মাঝখানে ছোট কোন সূরা বাদ দিয়ে পড়া বৈধ কি না ?
ফরজ নামাযে একই সূরা একই রাকাআতে বার বার পড়া যায় কি না ?
ফজরের প্রথম রাকাতের কেরাত দ্বিতীয় রাকাআত অপেক্ষা দেরী করা জরুরী কি না ?
ফজরের প্রথম রাকাইতের কেরাআতকে দ্বিতীয় রাকাআত ফপেক্ষঅ লম্বা করা সুন্নাত। এ ক্ষেত্রে উত্তম হল দ্বিগুণ লম্বা করা। তবে তা জরুরী নয়। কখনও লম্বা না করলেও নামাযের কোন ক্ষতি হবে না। (দেখুনঃ বাদয়েউস্ সানায়ে)
চার রাকাত বিশিষ্ট ফরজ নামাযে দ্বিতীয় দুই রাকাআতে ফাতেহা পড়ার হুকুম কী ?
চার রাকাত বিশিষ্ট ফরজ নামাযে দ্বিতীয় দুই রাকাআতে শুধু সূরা ফাতেহা পড়াই সুন্নাত তবে কেউ ফাতেহার পর ভুলবশতঃ কোন সূরা পড়ে ফেলে তাহলে তাকে সেজদায়ে সাহু দিতে হবে না। (দেখুনঃ আল বাহরুর রায়েক)
দুই সূরার মাঝখানে ছোট কোন সূরা বাদ দিয়ে পড়া বৈধ কি না ?
ফরয ও ওয়াজিব নামযে সূরা ফাতিহার পর কিরাআতের ক্ষেত্রে দ্বিতীয় রাকআতে সুরার মাঝখানে ছোট একটি সূরা বাদ দিয়ে পড়া মাকরুহে তানযীহী। তবে একারণে সাহু সিজদা ওয়াজিব হবে না। (আর ছোট সূরা বেলতে সূরায়ে যিলযাল থেকে সূরা নাস পর্যন্ত সূরাগুলোকে বুঝানো হয়। (দখুনঃ রাদ্দুল মুহতার)
ফরজ নামাযে একই সূরা একই রাকাআতে বার বার পড়া যায় কি না ?
ফরয নামযে একই রাকআতে একই সূরা বার বার পড়া মাকরুহ। কিন্তু নফল নামাযে এমন করা মাকরুহ নয়। (দেখুনঃ ফাতওয়ায়ে কাযীখান)
No comments: