হাদিস নং ৩৯৪৯ জামে' আত-তিরমিজি
![]() |
| হাদিস নং ৩৯৪৯ জামে' আত-তিরমিজি online24.bd |
মুহাম্মাদ ইবনু বাশ্শার, মুওয়াম্মাল
তিনি সুফ্ইয়ান হতে, তিনি ‘আবদুল্লাহ ইবনু দীনার হতে, শু’বার হাদীসের মতই বর্ণনা করেছেন। আর তাতে অতিরিক্ত আছে “উসাইয়্যাহ্ আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয়েছে”।
সহীহঃ দেখুন পূর্বের হাদীস।
জামে' আত-তিরমিজি
হাদিস নং ৩৯৪৯
হাদিসের মান: সহিহ হাদিস
Website:Bokulsrabon.blogspot.com

No comments: