Breaking News
recent

আল্লাহ তায়ালার নামের ক্ষেত্রে কি কি বিশ্বাস রাখতে হবে ?

আল্লাহ তায়ালার নামের ক্ষেত্রে কি কি বিশ্বাস রাখতে হবে ?


আল্লাহ তায়ালার গুণাবলীর ক্ষেত্রে আরও যে বিশ্বাসগুলো রাখতে হবে তা হল,
  • আল্লাহ তায়ালার সমস্ত গুণাবলী অনাদি। অর্থাৎ তাঁর সমস্ত গুণাবলী অনাদিকাল থেকে বিদ্যমান।
  • আল্লাহর গুণাবলী যেমন অনাদি তেমন অনন্ত। কারণ যেটা অনাদি হয় সেটা অনন্তও হয়।
  • আল্লহ তায়ালার গুণাবলীর মধ্যে কোন তারতীব বা পর্যায়ক্রমিকতা নেই। এরূপ হুবহু বলা ঠিক নয় যে, তাঁর অমুক গুণ আগের আর অমুক গুণ পরের। কেননা তাঁর সমস্ত গুণ অনাদি ও নিত্ব।
  • আল্লাহর সত্তা যেমন অন্য কারও মত নয়, তাঁর গুনাবলীও অন্য কারও গুণাবলীর মত নয়। তাই তাঁর জীবন আমাদের জীবনের মত নয়, তাঁর শক্তি আমাদের শক্তির মত নয়। তাঁর জ্ঞান আমাদের জ্ঞানের মত নয়। তাঁর শ্রবন আমাদের শ্রবনের মত নয়। যেমন বলা যায় আমাদের শ্রবণের জন্য আমরা কান ব্যবহার করি অর্থাৎ- কান দিয়ে শবণ করি, কিন্তু তিনি কান ছাড়া শ্রবণ করেণ। মোট কথা তাঁর কোন কিছুই আমাদের মত নয়।
সূত্র– ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ।

No comments:

Powered by Blogger.