হাদিস নং ৩৯২৬ জামে' আত-তিরমিজি
![]() |
| হাদিস নং ৩৯২৬ জামে' আত-তিরমিজি online24.bd |
ইবনু 'আব্বাস (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) মক্কা ভূমিকে উদ্দেশ্য করে বলেনঃ কতই না পবিত্র ও উত্তম শহর তুমি এবং আমার নিকট কতই না প্রিয়। আমার স্বজাতি যদি তোমার হতে আমাকে বিতাড়িত না করত তবে আমি তোমাকে ব্যতীত অন্য কোথাও বসবাস করতাম না।
সহীহঃ মিশকাত (হাঃ ২৭২৪)।
জামে' আত-তিরমিজি
হাদিস নং ৩৯২৬
হাদিসের মান: সহিহ হাদিস
Website:Bokulsrabon.blogspot.com

No comments: