Breaking News
recent

মুমিনের গুনাবলী ৪১-৪৫


৪১. অসুস্থ এবং পথচারীদের সাহায্য করবে। (বাকারা ১৭৭)

৪২. নিঃস্ব এবং দরিদ্রদের সাহায্য করবে (বাকারা ১৭৭)

৪৩. দুঃখ, দুর্দশা এবং যুদ্ধের সময় ধরজ ধারণ করবে। (বাকারা ১৭৭)

৪৪. আল্লাহ প্রদত্ত রিজিক থেকে দান করে।

الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

তারা নামায কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে ( আমার পথে) খরচ করে৷ (আনফাল ৩)

৪৫. রাতে কম ঘুমায়

كَانُوا قَلِيلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ

রাতের বেলা তারা কমই ঘুমাতো৷ (যারিয়াত ১৭)

No comments:

Powered by Blogger.