Breaking News
recent

নেকড়ে বাঘের সাক্ষ্য

নেকড়ে বাঘের সাক্ষ্য



মদীনা মনোয়ারার কোন এক পাহড়ী এলকায় এক রাখাল ছাগল চড়াতে ছিল। হঠাৎ একটি নেকড়ে বাঘ এসে ছাগলের পালের ভিতর ঢুকে একটি ছাগল নিয়ে পালিয়ে যাচ্ছিল। রাখাল ধাওয়া করেবাঘ থেকে চাগলটি উদ্বার করলো। বাঘ যখন দেখলো যে ওর শিকারটা কেড়ে নিয়ে নিল, কখন এক টিলার উপর উঠে সুস্পষ্ট ভাষায় বলতে লাগলো, ওহে রাখাল! আল্লাহ আমাকে রিজিক দিয়েছিল কিন্তু আফসোস! তুমি তা আমার থেকে ছিনিয়ে নিলে। 

রাখাল বাঘকে কথা বলতে দেখে বিস্মিত হয়ে বললো আশ্চর্য ব্যাপার। বাঘও কথা বলে। বাঘ পুনরায় বললো, এর থেকে অধিক আশ্চর্যের বিষয় হলো যে মদীনা শরীফে এমন এক মহান ব্যক্তি রয়েছেন যিনি তোমাদেরকে যা কিছু হয়েছে এবং যা কিছু হবে মোট কথা আগে পরের সব বিষযের খবর দেন কিন্তু তোমরা উনার প্রতি ঈমান আননা। রাখাল লোকটি ইহুদী ছিল। বাঘের মুখে এ সাক্ষ্য শুনে খুবই প্রভাবিত হলো এবং হুযুরের দরগাহে হাজির হয়ে মুসলমান হয়ে গেল । 

সবকঃ একটি পশুও জানে ও মানে যে, হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বিগত ও ভবিষ্যতের বিষয়ে জানেন কিন্তু মানুষ নামধারী এমন জানোয়ারও আছে, যে (মাযাল্লা) হুযুরের বেলায় দেয়ালের পিছনের জ্ঞানও স্বীকার করে না।

No comments:

Powered by Blogger.