Breaking News
recent

অজুর ফরজ সমুহ

অজুর ফরজ সমুহ:-

১. সমস্ত মুখমন্ডল একবার ধোয়া।
২ কনুই সহ উভয় হাত একবার ধোয়া।
৩. মাথা মসেহ করা।
৪. টাখনু সহ উভয় পা একবার ধোয়া।

বি:দ্র:-কোন ফরজ বাদ পড়লে অজু হবেনা।কিন্তু সুন্নত বাদ পড়লে অজু হয়ে যাবে তবে সুন্নতের সওয়াব থেকে মাহরুম হবে।

No comments:

Powered by Blogger.