রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা
রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা
সূরা আল-মুমতাহানাহ, আয়াতঃ ৪
رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
উচ্চারণ
রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া-ইলাইকা আনাবনা ওয়া-ইলায়কাল মাসির
অর্থ
হে আল্লাহ্! আমারা তোমার উপর ঈমান এনেছি, তোমার কাছেই অনুশোচনা করছি, এবং তোমার কাছেই সর্বশেষে হাত তুলেছি।
ফযিলত
১। এই দোয়াটি হযরত ইব্রাহীম (আঃ) ও তাঁর অনুসারীরা করতেন।
২। এই দোয়াটির অর্থ হচ্ছে, সকল বিষয়েই আমরা তোমার উপর বিশ্বাস রেখেছি। এবং আমাদের সকল বিষয়য়ই তোমার উপর সমর্পণ করলাম। (ইবন কাথির)
No comments: