Breaking News
recent

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর রসিকতা

* হযরত আবু উমামা (রাযি.) বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ন্যায় সদাহাস্য ও কৌতুক প্রিয় কেউ ছিলনা।-তিবরানী।
* হযরত আবু দারদা (রাযি.) বলেন, তাঁর প্রতিটি কথায় থাকত মুচকি হাসির মিশ্রণ।-মুসনাদে আহমাদ।
তবে অট্টহাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর স্বভাব বহিভূর্ত ছিল না। হযরত জবির ইবনে ছামুরা (রাযি.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকখনো আত্মবিস্মৃত হয় হাসতেন না, বরং মুচকি হাসিই তাঁর চিরাচরিত অভ্যাস ছিল।-মুয়াত্তা মালেক ও তাবরানী।
* হযরত মুরিরা (রাযি.) এর পিতা বলেন, প্রবল বেগে হাসি আসলেরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় মুখে হাত মুবারক দিয়ে আবৃত করতেন।-কানযুল উম্মাল ।

No comments:

Powered by Blogger.