কলস ভর্তি স্বর্ণ
কলস ভর্তি স্বর্ণ।
পূর্ব যুগের উম্মাতের মধ্যে অনেক ভাল ভাল লোক অতিক্রম করে গেছেন। এরূপ একটি ঘটনা বর্ণিত আছেঃ
একজন লোক তার বাড়ি বিক্রী করেছিল। ক্রেতা বাড়ি দখল করার পর সেখানে (মাটির নীচে) সোনা ভর্তি একটি কলস দেখতে পেলো।
তখন সে কলসটি নিয়ে পূর্বের মালিকের কাছে গিয়ে বললো, “ভাই আপনার কলস ফিরিয়ে নিন। কলস টি আমি আপনার বাড়িতে পেয়েছি।”
বিক্রেতা বললো, “আমি তো আপনার কাছে বাড়ি বিক্রী করে দিয়েছি। সুতরাং এ কলস টি আমার হয় কিভাবে? আপনি বাড়ি ক্রয় করেছেন। সুতরাং বাড়িও আপনার কলসও আপনার।”
লোকটি বলল, “তা হয় না। আমি বাড়ির জন্যে টাকা দিয়েছি, কিন্তু কলস ভর্তি স্বর্ণের জন্যে কোন টাকা দেইনি। সুতরাং স্বর্ণ ভর্তি কলস আপনারই হবে।”
অতঃপর আইনতঃ কলসটি যারই হোক এ ঘটনা থেকে তাদের এখলাছের এক জ্বলন্ত চিত্র ফুটে উঠেছে। বস্তুতঃ আমাদেরকে ও ঐরূপ হতে হবে। তাহলে আমাদের মধ্যে কোন গীবত বা পরনিন্দা থাকবে না, ঝগড়া-বিবাদ থাকবে না, মামলা-মকদ্দমা থাকবে না, শুধু থাকবে পরস্পর এখপ্লাছ ও ভালবাসা। আর আল্লাহর রহমত ও শাস্তির অফুরান্ত প্রবাহ।
No comments: