কবরে আযাব হওয়ার কারণ কি কি জানুন
কবরে আযাব হওয়ার কারণ কি কি জানুন
কবরের আযাব হওয়ার কারণ হচ্ছে দুনিয়ার জীবনে কবীরাহ গুনাহ বা বড় বড় পাপ কাজে লিপ্ত থাকা। কবীরাহ গুনাহতে লিপ্ত থাকা এবং তওবা না করে, সংশোধন না করেই মৃত্যুবরণ করা। হাদীসে বিশেষ ২টি কারণ উল্লেখ করা আছে। যেই দুইটি পাপকে মানুষ ছোট মনে করে কিন্তু অনেকেই এই ২টি পাপ কাজের কারণে আযাব দেওয়া হবে।
১. চোগলখুরী করা (এক জনের গীবত আরেকজনের কাছে বলে মানুষের মাঝে ঝগড়া-বিবাদ ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করা)।
২. পেশাবের অপবিত্রতা থেকে সাবধান না থাকা।
রাসূল (সাঃ) মদীনা বা মক্কার কোনো একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি দু’জন এমন মানুষের আওয়াজ শুনতে পেলেন, যাদেরকে কবরে শাস্তি দেয়া হচ্ছিল। রাসূল (সাঃ) বললেন, ‘তাদেরকে আযাব দেয়া হচ্ছে। অথচ বড় কোনো অপরাধের কারণে আযাব দেয়া হচ্ছে না।’
তারপর তিনি (সাঃ) বললেন, ‘তাদের একজন পেশাব করার সময় আড়াল করত না। আর দ্বিতীয় ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে লাগাত।’ (সহিহ বুখারী, কিতাবুল ওযু অধ্যায়।)
কাতাদা (রঃ) বলেন, ‘আমাদেরকে বলা হয়েছে কবরের আযাবের এক তৃতীয়াংশ হবে গীবতের কারণে, এক তৃতীয়াংশ পেশাব থেকে সাবধান না থাকার কারণে এবং এক তৃতীয়াংশ চুগলখোরীর কারণে। যেহেতু গীবতকারী এবং চুগলখোর মিথ্যা কথাও বলে থাকে তাই সে মিথ্যাবাদীর শাস্তিও ভোগ করবে।
No comments: