Breaking News
recent

পরমাসুন্দরী এক জিন মহিলার কাহিনী

পরমাসুন্দরী এক জিন মহিলার কাহিনী


কাজী হাসান উদ্দীন রাযী (র.) বলেন  আমি আমার স্ত্রী সন্তানাদিকে পূর্বান্ঞ্চলের কোন একস্থান থেকে আনতে সেখানে যাচ্ছিলাম । পথিমধ্যে ঝড়বৃষ্টির সম্মুখীন হওয়ায় আমি এক গুহায় আশ্রয় নিলাম আর আমি তখন ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম । আমি ছিলাম একদল লোকের সাথে । আমি শুয়েই ছিলাম । এমন সময় কে যেন আমাকে জাগ্রত করতে লাগল ।

জাগ্রত হয়ে দেখলাম আমার পাশে মধ্যম গড়নের এক মহিলা দন্ডায়মান । তার মাত্র একটি চোখ ছিল । চোখটি দেখতে টানাটানা , আলাদাভাবে যেন ফুটে রয়েছে। তাকে দেখে আমি ঘাবড়ে গেলাম । সে আমাকে বলল- ভয়ের কোন কারণ নেই । তোমার সাথে আমার চাঁদের মতো মেয়ের বিয়ে দিতে চাই ।

আমি ভীত হয়ে বলতে লাগলাম আল্লাহ মঙ্গল করুন । অতঃপর আমার দিকে কিছু লোক আসতে দেখলাম । তারাও এই মহিলার মতো । তাদের সাথে একজন কাজীও ‍ছিল একজন সাক্ষীও ছিল ।  অতঃপর কাজী বিবাহের পয়গাম দিয়ে বিয়ের কাজ সম্পন্ন করল । আমিও কবুল করলাম । তারপর তারা চলে গেল এবং উক্ত মহিলা আমার নিকট দ্বিতীয় বার আসে । এখন তার সাথে পরমাসুন্দরী এক বালিকা ছিল । তার চোখও তার মায়ের মতো ছিল । তারপর বালিকাকে রেখে তার মা চলে গেল । তারপর আমার ভয় আরো বেড়ে গেল । আমি আমার পাশের ঘুমন্ত লোকদের উপর কংকর নিক্ষেপ করতে লাগলাম । যাতে তারা জাগ্রত হয় । কিন্তু তারপরও তারা কেউ জাগ্রত হলো না । তারপর আমি বিভিন্ন দোয়া কালাম পড়তে লাগলাম । ইতিমধ্যে আমাদের যাত্রার সময় হয়ে গেল । আমি যাত্রা শুরু করলাম । কিন্তু বালিকা আমার পিছু ধরে যেতে থাকল । এ অবস্থায় তিন দিন অতিবাহিত হয়ে গেল । চতুর্থ দিন প্রথম মহিলাটি আবার এসে বলতে লাগল বোধহয় সে তোমার ভালো লাগেনি । মনে হয় তুমি তাকে দূরে সরাতে যাচ্ছ ?

আমি বললাম আল্লাহর শপথ আমি তাকে দূরে সরাতেই চাচ্ছি । অতঃপর মহিলা বলল তাহলে তাকে তালাক দিয়ে দাও । তারপর আমি তাকে তালাক দিয়ে দিলাম । এরপর  আর  কোন দিন তাকে দেখা যায়নি ।
কাজী শিহাব ইবনে ফজল বলেন এই মহিলার সাথে কি তার নির্জনবাস  হয়েছিল ? সে বলল না ।

No comments:

Powered by Blogger.