Breaking News
recent

রোজা ভাঙ্গার কারণ সমূহ


মুসাফিরের জন্য রোযা রাখার হুকুম কি?
যদি কেউ শরীআত সম্মত সফরে থাকে তাহলে তার জন্য রোযা না রাখার অনুমতি আছে । তবে অস্বাভাবিক কষ্ট না হলে রোযা রাখাই উত্তম। আর অস্বাভাবিক কষ্ট হলে রোযা রাখা মাকরূহ। এমতাবস্থায় রোযা না রেখে পরে তা কাযা করে নিবে। (দেখুনঃ বাদায়েউসর সানায়ে)

সফর অবস্থায় রোযা রাখার পর তা কষ্টের কারণে তা ভাংতে পারবে কি না?
সফর অবস্থায় নিয়ত করে রোযা রাখা শুরু করলে তা আর ভাঙ্গা জায়েয হবে না। কেউ ভেঙ্গে ফেললে গুনাহগার হবে। তবে তাকে কাফফারা দিতে হবে না। শুধু কাযাই যথেষ্ট। (দেখুনঃ রদ্দুর মাহতার)

অসুস্থ ব্যক্তির জন্য রোযা রাখার হুকুম কি?
রোযার কারণে যে রোগ বুদ্ধি পায় বা সুস্থ হতে অনেক বিলম্ব হওয়ার প্রবল আশংকা থাকে, সে রোগে রোযা ভাঙ্গা জায়েয হবে। তবে অবশ্যই এক্ষেত্রে কোন দ্বীনদার ডাক্তারের পরামর্শ থাকা শর্ত, কিংবা নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে হতে হবে, শুধু নিজের কাল্পনিক খেয়ালের বশীভূত হয়ে আশংকাবোধকরে রোযা ছাড়া কিছুতেই দুরস্ত হবে না। (দেখুনঃ বাদায়েউসর সানায়ে, বেহেশতী জেওর)

গর্ভবতী মহিলার জন্য রোযা রাখার হুকুম কি?
গর্ভবতী মহিলা রোযা রাখার কারণে তার নিজের বা সন্তানের প্রাণহানীর বা মারাত্মক স্বাস্থ্যহানীর প্রবল আশংকা হলে, তার জন্য রোযা না রাখা বা রেখে ভাঙ্গা জায়েয, তবে উভয় অবস্থায় পরে কাযা করে নিতে হবে। (দেখুনঃ আদ্দুররুল মুখতার)

দুগ্ধদানকারিনী মহিলার রোযা রাখার হুকুম কি?
রোযার কারণে কোন মহিলার দুধ শুকিয়ে যাবে, আর সন্তানের সমূহ কষ্ট হবে-এরূপ নিশ্চিত হলে তার জন্য তখন রোযা ছাড়া জায়েজ, পরে তা কাযা করে নিতে হবে। (দেখুনঃ জামে তিরমিযী)

No comments:

Powered by Blogger.