Breaking News
recent

১০১ সূরা আল কারিয়া অর্থ ও তাফসীর

সূরা আল কারিয়া
সকল নবীদের জীবনী,pdf,নবীদের জীবনী অডিও,নবীদের জীবনী বই ডাউনলোড,নবীদের জীবনী mp3,নবীদের জীবনী ভিডিও,নবীদের কাহিনী বই,নবীদের জীবন কাহিনী,নূহ আঃ এর জীবনী,কুরআন,কোরআন,হাদিস,ইসলামিক,সহিহ হাদিস,তিরমিজী শরীফ,হাদিস নং,মুসলিম শরীফ,বুখারী শরীফ,ইসলামিক গল্প,হাশর,কবর,মিযান,ইসলামিক গল্প,তাফহীমূল কুরআন,নামায,নামাজ,রোজা,হজ্জ,যাকাত,কালিমা,নবী,ফেরেশতা,রুকু,সেজদা,রুহ,নবীদের কাহিনী,নবীদের জীবনী,দুনিয়া,দীদার,দোযখ,বেহেস্ত, জাহান্নাম,জান্নাত,সালাত, আবু দাউদ শরীফ,সর্বশেষ সাহাবী,জান্নাতি সাহাবী,বিখ্যাত সাহাবীদের নাম,বই এর তালিকা,বই ডাউনলোড,online24.bd,islam,hadis,nobi,boi,islamic,golpo,bukhari sorif,muslim,namaj,roja,
১০১ সূরা আল কারিয়া অর্থ ও তাফসীর online24.bd 

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الْقَارِعَةُ﴾
১) মহাদুর্ঘটনা ! 
১. কুরআনের মূল শব্দ হচ্ছে " কা-রিআহ " ( আরবী ---) এর শাব্দিক অর্থ হচ্ছে , " যে ঠোকে " ৷ কারা ' আ ( আরবী --------) মানে কোন জিনিসকে কোন জিনিসের ওপর এমন জোরে মারা যার ফলে তা থেকে প্রচণ্ড আওয়াজ হয়৷ এই শাব্দিক অর্থের সাথে সামঞ্জস্য রেখে ভয়াবহ দুর্ঘটনা ও বড় রকমের মারাত্মক বিপদের ক্ষেত্রে " কারি' আহ " শব্দ বলা হয়ে থাকে৷ যেমন আরবরা বলে , ( আরবী ------) অর্থাৎ উমুক উমুক পরিবার ও গোত্রের লোকদের ওপর ভয়াবহ বিপদ নেমে এসেছে৷ কুরআন মজীদের এসব জায়গায়ও এই শব্দটি কোন জাতির ওপর বড় ধরনের মুসিবত নাযিল হবার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে৷ সূরা রা ' আরদ বলা হয়েছে : ( আরবী --------------------------------------) "যারা কুফরী করেছে তাদের ওপর তাদের কর্মকাণ্ডের কারণে কোন না কোন বিপদ নাযিল হতে থাকে৷ " ( ৩১ আয়াত ) কিন্তু এখানে " আল কারি' আহ " শব্দটি কিয়ামতের জন্য ব্যবহার করা হয়েছে৷ আবার সূরা আল হা - ক্কায় কিয়ামতকে এই শব্দটি দিয়েই চিহ্নিত করা হয়েছে ৷ ( আয়াত ৪ ) এখানে একথাটিও সামনে রাখতে হবে যে , এখানে কিয়ামতের প্রথম পর্যায় থেকে নিয়ে শেষ পর্যায় পর্যন্ত পুরো আখেরাতের আলোচনা একসাথে করা হচ্ছে৷
﴿مَا الْقَارِعَةُ﴾
২) কী সেই মহাদুর্ঘটনা ?  
﴿وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ﴾
৩) তুমি কী জানো সেই মহাদুর্ঘটনাটি কি ?  
﴿يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ﴾
৪) সেদিন যখন লোকেরা ছড়িয়ে থাকা পতংগের মতো  
﴿وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ﴾
৫) এবং পাহাড়গুলো রং বেরঙের ধূনা পশমের মতো হবে৷  
২ . এ পর্যন্ত কিয়ামতের প্রথম পর্যায়ের আলোচনা চলেছে৷ অর্থাৎ যখন মহাদুর্ঘটনা ঘটে যাবে ৷ আর এর ফলে সারা দুনিয়ার ব্যবস্থাপনা ছিন্নভিন্ন হয়ে যাবে, লোকেরা আতংকগ্রস্ত হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকবে যেমন আলোর ওপর ঝাঁপিয়ে পড়া পতংগরা চারদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে ৷ পাহাড়গুলো রং বেরঙের ধূনা পশমের মতো উড়তে থাকবে ৷ পাহাড়গুলোর রং বিভিন্ন হওয়ার কারণে আসলে তাদেরকে রং বেরঙের পশমের সাথে তুলনা করা হয়েছে৷ 
﴿فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ﴾
৬) তারপর যার পাল্লা ভারী হবে  
৩ . এখান থেকে কেয়ামতের দ্বিতীয় পর্যায় আলোচনা শুরু হয়েছে৷ লোকেরা পূর্নবার জীবিত হয়ে আল্লাহ আদালতে হাযির হবার পর থেকে এই পর্যায়টি শুরু৷
﴿فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ﴾
৭) সে মনের মতো সুখী জীবন লাভ করবে  
﴿وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ﴾
৮) আর যার পাল্লা হালকা হবে  
৪ . মূলে মাওয়াযীন ( আরবী -----------) ব্যবহার করা হয়েছে৷ এ শব্দটি মাওযূন ( আরবী ------) এর বহুবচন হতে পারে৷ আবার মীযান ( আরবী ) এরও বহুবচন হতে পারে৷ যদি এটি মাওযুনের বহুবচন হয়ে তাহলে " মাওয়াযীন " অর্থ হবে এমন ধরনের কর্মকাণ্ড , আল্লাহর দৃষ্টিতে যার কোন ওজন আছে এবং যা তাঁর কাছে কোন ধরনের মর্যাদালাভের যোগ্যতা রাখে৷ আর যদি একে মীযানের বহুবচন গণ্য করা হয তাহলে মাওয়াযীন অর্থ হবে দাঁড়িপাল্লার পাল্লা৷ প্রথম অবস্থায় মাওয়াযীনের ভারী বা হালকা হবার মানে হবে অসৎকর্মের মোকাবিলায় সৎকর্মের ভারী বা হালকা হওয়া ৷ কারণ আল্লাহর দৃষ্টিতে কেবলমাত্র সৎকাজই ভারী ও মূল্যবান৷ দ্বিতীয় অবস্থায় মাওয়াযীনের ভারী হাবার মানে হয় মহান আল্লাহর আদালতে নেকীর পাল্লা পাপের পাল্লার তুলনায় বেশী ভারী হওয়া৷ আর এর হালকা হাবার মানে হয় নেকীর পাল্লা পাপের পাল্লার তুলনায় হালকা হওয়া ৷ এছাড়া আরবী ভাষায় মীযান শব্দ ওজন অর্থেও ব্যবহৃত হয়৷ আর এই অর্থের দৃষ্টিতে ওজনের ভারী ও হালকা হবার মানে হয় নেকীর ওজন ভারী বা হালকা হওয়া ৷ যাহোক মাওয়াযীন শব্দটি মাওযূন , মীযান বা ওজন যে কোন অর্থেই ব্যবহার করা হোক না কেন সব অবস্থায় প্রতিপাদ্য একই থাকে এবং সেটি হচ্ছে : মানুষ আমলের যে পুঁজি নিয়ে আল্লাহর আদালতে আসবে তা ভারী না হালকা , অথবা মানুষের নেকী তার পাপের চেয়ে ওজনে বেশী না কম এরি ভিত্তিতে সেখানে ফায়সালা অনুষ্ঠিত হবে৷ এ বিষয়টি কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখিত হয়েছে৷ সেগুলো সব সামনে রাখলে এর অর্থ পুরোপুরি অনুধাবন করা সম্ভব হবে৷ সূরা আরাফে বলা হয়েছে : " আর ওজন হবে সেদিন সত্য ৷ তারপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে ৷ আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে৷ " ( ৮-৯ আয়াত ) সূরা কাহাফে বলা হয়েছে : " হে নবী ! এই লোকদেরকে বলে দাও , আমি কি তোমাদের জানাবো নিজেদের আমলের ব্যপারে সবচেয়ে বেশী ব্যর্থ কারা ? তারাই ব্যর্থ যাদের দুনিয়ার জীবনে সমস্ত কর্মকাণ্ড সত্য সঠিক পথ থেকে বিচ্যুত থেকেছে এবং যারা মনে করতে থেকেছে , তারা সবকিছু ঠিক করে যাচ্ছে ৷ এই লোকেরাই তাদের রবের আয়াত মানতে অস্বীকার করেছে এবং তাঁর সামনে হাযির হওয়ার বিষয়টি বিশ্বাস করেনি৷ তাই তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে৷ কিয়ামতের দিন আমি তাদের কোন ওজন দেবো না৷ " ( ১০৪-১০৫ আয়াত ) সূরা আম্বিয়ায় বলা হয়েছে : " কিয়ামতের দিন আমি যথাযথ ওজন করার দাঁড়িপাল্লা রেখে দেবো৷ তারপর কারো ওপর অণু পরিমাণও জুলুম হবে না৷ যার সরিষার দানার পরিমাণও কোন কাজ থাকবে তাও আমি সামনে আনবো এবং হিসেব করার জন্য আমি যথেষ্ট৷" ( ৪৭ আয়াত ) এই আয়াতগুলো থেকে জানা যায় , কুফরী করা এবং সত্যকে অস্বীকার করা বৃহত্তম অসৎকাজের অন্তরভুক্ত৷ গুনাহের পাল্লা তাতে অনিবার্যভাবে ভারী হয়ে যায়৷ আর কাফেরের এমন কোন নেকী হবে না নেকীর পাল্লায় যার কোন ওজন ধরা পড়ে এবং তার ফলে পাল্লা ঝুঁকে পড়তে পারে৷ তবে মু'মিনের পাল্লায় ঈমানের ওজনও হবে এবং এই সংগে সে দুনিয়ায় যেসব নেকী করেছে সেগুলোর ওজনও হবে৷ অন্যদিকে তার সমস্ত গোনাহ গোনাহর পাল্লায় রেখে দেয়া হবে৷ তারপর নেকীর পাল্লা ঝুঁকে আছে গোনাহর পাল্লা ঝুঁকে আছে , তা দেখা হবে৷
﴿فَأُمُّهُ هَاوِيَةٌ﴾
৯) তার আবাস হবে গভীর খাদ৷ 
৫ . মূল শব্দ হচ্ছে ( আরবী ) " তার মা হবে হাবিয়া৷" হাবিয়া ( আরবী -----) শব্দটি এসেছে হাওয়া ( আরবী ---) থেকে৷ এর অর্থ হচ্ছে উঁচু জায়গা থেকে নীচুতে পড়ে যাওয়া ৷ আর যে গভীর গর্তে কোন জিনিস পড়ে যায় তাকে হাবিয়া বলে৷ জাহান্নামকে হাবিয়া বলার কারণ হচ্ছে এই যে , জাহান্নাম হবে অত্যন্ত গভীর এবং জাহান্নামবাসীদেরকে তার মধ্যে ওপর থেকে নিক্ষেপ করা হবে ৷ আর তার মা হবে জাহান্নাম একথা বলার অর্থ হচ্ছে এই যে , মায়ের কোল যেমন শিশুর অবস্থান হয় তেমনি জাহান্নমবাসীদের জন্য জাহান্নাম ছাড়া আর কোন অবস্থান হবে না৷ 
﴿وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ﴾
১০) আর তুমি কী জানো সেটি কি ?  
﴿نَارٌ حَامِيَةٌ﴾
১১) ( সেটি )জ্বলন্ত আগুন৷ 
৬ . অর্থাৎ সেটি শুধুমাত্র একটি গভীর খাদ হবে না বরং জ্বলন্ত আগুনেও পরিপূর্ণ হবে৷ 

1 comment:

  1. প্রত্যেক শবদের অর্থ হলে ভালো হয়

    ReplyDelete

Powered by Blogger.