Breaking News
recent

রাব্বানা-ঘফির লি ওয়া লি ওয়াল্লিদাইয়া



রাব্বানা-ঘফির লি ওয়া লি ওয়াল্লিদাইয়া

সূরা ইব্রাহীম, আয়াতঃ ৪১

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
উচ্চারণ
রাব্বানা-ঘফির লি ওয়া লি ওয়াল্লিদাইয়া ওয়া লিল মু'মিনেনা ইয়ামা ইয়াকুমুল হিচাব
অর্থ
হে রাব্বুল আলামিন! আমাকে, আমার পিতা-মাতাকে এবং সকল মুমিনগণকে কিয়ামতের দিন ক্ষমা করে দিও।
ফযিলত
১। হযরত ইব্রাহীম (আঃ) এই দোয়াটি করেছিলেন।
২। এই আয়াতগুলো থেকে এইটা পরিষ্কার যে আমাদেরকে দোয়ার শিষ্টাচার শিখতে হবে। দোয়া করতে হবে পরম নম্রতা ও বিনয়ের সাথে। আল্লাহ্‌র প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণার মধ্য দিয়ে আমাদের দোয়া করতে হবে। ফলে, আমাদের দোয়া কবুল হওয়ার সমূহ সম্ভবনা থাকবে। (মারিফুল কুরআন)

No comments:

Powered by Blogger.