রাব্বানা হাবলানা মিন আযওয়াযিনা
রাব্বানা হাবলানা মিন আযওয়াযিনা
সূরা আল-ফুরকান, আয়াতঃ ৭৪
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ
রাব্বানা হাবলানা মিন আযওয়াযিনা ওয়াযুরইয়াতিনা কুররাতা আয়িওনি ওয়া-যালনা লিল-মুত্তাকীনা ইমাম
অর্থ
হে আল্লাহ্! আমাদের কাছ থেকে জাহান্নামের যন্ত্রণা দূর কর। নিশ্চয়ই, এই যন্ত্রণা অচ্ছেদ্য এবং কঠিন শাস্তি। বসবাসের জন্যে জাহান্নাম কতইনা নিকৃষ্ট জায়গা।
ফযিলত
১। এটি এমন একটি দোয়া যা ঈমানদারগন নিয়মিত করতেন। কারণ তাঁদের একটি বড় গুন হচ্ছে, আল্লাহ্র প্রতি অনুগত হওয়ার সত্তেও তাঁরা মনের মধ্যে আখিরাতের শাস্তির ভয় ধারন করে। এই ভয়ের কারনেই, তাঁরা বাস্তবসন্মত হয়ে দোয়া করতেন।
২। আলী (রাঃ) হতে বর্ণিত- নবী (সাঃ) বলেছেন, আল্লাহ্ তাআলা বনী-ইসরাইল এর একজন নবীর কাছে একটি ওহি পাঠিয়েছিলেন। "তোমার উম্মতদের মধ্যে ঈমানদারদের বল যাতে তাঁরা শুধু ভালো কাজের উপরই ভরসা করে না থাকে, কারণ শেষ বিচারের দিন যে বান্দাকেই আমি শাস্তি দিতে চাই আমার বিচারে তাঁরা শাস্তির উপযুক্ত হলে তাঁদের শাস্তি ভোগ করতেই হবে। আবার যারা এখনও ঈমান আনে নাই তাঁদের বলে দাও তাঁরা যেন আর ধংসের সাথে লিপ্ত না হয়। কারণ আমি চাইলে যে কোন বড় ধরনের গুনাহও মাফ করে দিতে পারি।" (তাফসীর মাযহারি)
No comments: